1. admin@miarhat.com : admin :
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ হেডলাইন
ডাসার উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি সৈয়দ লাহিদ সাধারন সম্পাদক আতিকুর রহমান আজাদ কালকিনি ও ডাসারে নতুন ঠিকানা পেলো ভূমিহীনরা কালকিনিতে বঙ্গবন্ধু সিক্স সেট টুর্নামেন্টে ফাইনালে উঠেছে কালকিনি পূর্বাঞ্চলের একমাত্র দল -ইস্টার্ন কালকিনি কালকিনিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা ডাসার উপজেলায় ২০ দিন ব্যাপি কুটির শিল্প মেলা ও দি লক্ষন দাস সার্কাস এর উদ্ভোধন কালকিনিতে সাবেক ক্রিকেট খেলোয়ারদের নিয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ডাসারে ভিডব্লিউবি‘র কার্ড ও খাদ্য বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা লৌহজং বেজগাঁওর মৃধাবাড়িতে বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হস্তমৈথুন ছাড়ার ১০ টি কার্যকরী টিপস

খেলাধূলায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখছে মিয়ারহাট

  • আপডেট সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৩৫৮ বার পঠিত

মোঃ টিপু সুলতান, মিয়ারহাট, কালকিনি, মাদারীপুর।

খেলাধূলা মূলত এমন একটি কাজ যার দ্বারা বিনোদন ও জ্ঞানার্জন দুটোই সম্ভব। এটি বিনোদনের এমন একটি একক মাধ্যম যা মূলত আয়োজন করা হয়ে থাকে আনন্দ উপভোগ ও পুরষ্কারের উদ্দেশ্যে। খেলাধূলার মাধ্যমে সৌহার্দ্য, ঐতিহ্য, সৌন্দর্য্যবোধ, একতা এসব অক্ষুন্ন রাখা যায়। খেলাধূলা নানান ধরনের হতে পারে। যেমনঃ ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, টেনিস, কাবাডি ইত্যাদি।
তবে বর্তমানে মিয়ারহাটে ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন এই ৪ টি খেলাই অধিক জনপ্রিয় এবং বর্তমান প্রজন্মের ছেলেদের এসব খেলায় অংশগ্রহণ করতেই দেখা যায় বেশি। মেয়েদের ক্ষেত্রে লক্ষনীয়, শীতকালীন সময়ে ব্যাডমিন্টন বেশ ভালোই জনপ্রিয়। ব্যাডমিন্টন এবং ভলিবল এ দুটো খেলায় বড়দের অংশগ্রহন এবং খেলার প্রতি তাদের আগ্রহ আকাশচুম্বী।

সাস্প্রতিক সময়ে বর্ষা ঋতু চলমান ছিল বলে মিয়ারহাট এলাকায় ক্রিকেট খেলা তেমন একটা দেখা যায়নি বললেই চলে। শীতের শুরুতে মাঠ-ঘাট যখন শুকিয়ে যাবে তখন আবার মাঠে-বাগানে দেখা মিলবে ক্রিকেট পিচের, দেখা যাবে ক্রিকেট খেলা। তবে এক্ষেত্রে ফুটবলটা বেশ ভালোই চলমান দেখা যাচ্ছে। বর্তমান তরুন প্রজন্ম বেশ ভালোই ফুটবলের চর্চাটা করে যাচ্ছে এবং ফুটবলের চর্চা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে “মিয়ারহাট ফুটবল অ্যাসোসিয়েশন”। মিয়ারহাট একাদশের সর্বশেষ ৫ টি ম্যাচের ফলাফলঃ ৩ টি জয়, ১ টি ড্র এবং ১ টি পরাজয়।

বর্তমান প্রজন্ম যেখানে প্রযুক্তির বিষাক্ত ছোবলে খেলাধূলা প্রায় ভুলতে বসেছে, সেখানে মিয়ারহাটের বেশকিছু সিনিয়র বর্তমান প্রজন্মকে খেলার চর্চায় রেখে যাচ্ছেন। বিশেষ করে ভলিবল খেলায় সিনিয়রদের অংশগ্রহণ এবং তাদের দিকনির্দেশনায় বর্তমান প্রজন্মের ছেলেদের মধ্য থেকে অনেকেই বেশ ভালো ভলিবল খেলছে। গত ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একটি প্রীতি ভলিবল ম্যাচও আয়োজন করা হয়েছিল এবং ম্যাচটি বেশ সারাও ফেলেছিল মিয়ারাহাট এলাকায়। লক্ষনীয়, মিয়ারহাটে এখন প্রতিবছর নভেম্বর/ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী/মার্চ পর্যন্ত প্রায় প্রতি বিকেলেই ভলিবল খেলা হয়ে থাকে।
ব্যাডমিন্টন এমন একটি খেলা যা শীতকালীন সময়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বেশ জনপ্রিয় একটি খেলা। মিয়ারহাট অঞ্চল কি আর তার ব্যতক্রম হবে নাকি? অবশ্যই না। প্রতিবছর নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত সময়ে মিয়ারহাট অঞ্চলে ব্যাডমিন্টন খেলার জনপ্রিয়তা লক্ষ করা যায়। প্রতি বছরই শীতের সময়ে ডিসেম্বর মাসের দিকে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে। সর্বশেষ ২০২০ এর ডিসেম্বরে যে টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছিল সেটিতে ২৮ টি দল অংশগ্রহণ করেছিল এবং অত্যন্ত নিপুণতার সাথে সিনিয়র-জুনিয়র সকলে মিলে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করেছিল।
খেলাধূলা এমন একটি মাধ্যম যেটি একটি জাতি-গোষ্ঠী, দলের সাম্প্রদিয়তাবোধ, সৌহার্দ্যবোধ, একতা দৃশ্যমনা হয়। আর মিয়ারহাটের খেলাধূলার দিকে তাকালে এই বিষয়গুলো বেশ ভালোই লক্ষ করা যায়। এভাবেই খেলাধূলায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখছে মিয়ারহাট।

স্টাফ রিপোর্টার – মিয়ারহাট ডট কম

এ জাতীয় আরও খবর

© All rights reserved © 2022 Miarhat.com

Theme Customized By Miarhat