মোঃ টিপু সুলতান, মিয়ারহাট, কালকিনি, মাদারীপুর।
নিজ জেলার বাইরে গিয়ে নিজ জেলার নাম শুনলেও একটা আলাদা অনুভূতি কাজ করে তাই না। ভিনদেশে অবস্থানকালীন তো জন্মভূমির নাম শুনলেও হৃদয় শীতল হয়ে যায়। একটু কল্পনা করুন তো আপনি বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেনো, আপনি আপনার জন্মস্থান, শৈশব-কৈশরের স্মৃতিবিজড়িত স্থান, যে এলাকার ধুলো-মাটি গায়ে মেখে বড়ো হয়েছেন সে স্থানের যেকোনো খবর, ছবি, ভিডিও মুহূর্তেই শুধুমাত্র একটা ক্লিক ব্যবধানে চাইলেই যখন-তখন দেখতে পারছেন। এটা হয়তো আগে চাইলেই সম্ভব ছিলো না, যেটুকুই সম্ভব ছিলো তা কেবলই ফেসবুকের কল্যাণে। কিন্তু এখন সে সকল প্রতিবন্ধকতাকে ঘুচিয়ে দিতে মহান আল্লাহর অশেষ রহমতে আমরা যাত্রারম্ভ করলাম মিয়ারহাট ডট কম ওয়েব পোর্টালের।
মিয়ারহাটকে বিশ্বব্যাপী তুলে ধরার প্রত্যয়ে মিয়ারহাট ডট কম ওয়েব পোর্টাল এর শুভ মুক্তি
যদিও আমাদের স্লোগান, “বিশ্বজুড়ে মিয়ারহাট” কিন্তু আমাদের কার্যক্রম কেবল মিয়াহাটের মধ্যেই সীমাবদ্ধ রাখবো না। ইন শা আল্লাহ আমরা কাজ করবো পুরো মাদারীপুর জেলা নিয়ে সাথে থাকবে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়াবলি এবং বিশেষ বিশেষ আন্তর্জাতিক বিষয়াবলিও। আমাদের কাজের মাধ্যমে আমরা তুলে ধরতে চেষ্টা করবো স্থানীয় সকল আপডেট, খেলাধূলা, প্রবাসীদের জীবন, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, শিল্প-সাহিত্য সহ আরোও বেশকিছু বিষয়।
এ যাত্রা তো কেবল শুরু হয়েছে। আশাকরি নির্ভরযোগ্য তথ্য প্রকাশ করে আপনাদের সকলকে সাহায্য করতে পারবো। আর সেজন্য প্রয়োজন আপনাদের সকলের দোয়া-আশির্বাদ ও সমর্থন। আপনারা চাইলে আমদের সাহায্য করতে পারবেন যেকোনো তথ্য আমাদের মেইলে পাঠিয়ে।
ধন্যবাদ, মিয়ারহাটের সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই সংযুক্ত থাকুন।
– টিম মিয়ারহাট ডট কম