1. admin@miarhat.com : admin :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ হেডলাইন
ঢাকায় জমকালো আয়োজনে ইয়েল ব্যান্ডের ৩৪ বছর পূর্তি উদযাপন মিলন আব্দুল্লাহ ৩য় বই স্মৃতির কয়েদির মোড়ক উন্মোচিত অসহায় রোগীদদের সেবা করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন শেবাচিমের কর্মচারী সুমন আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন স্মরণে বিনামূল্যে চক্ষু সেবা মাননীয় কৃষি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ডিকেআইবি মাদারীপুর ৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা হামলা কালকিনিতে বিজয় দিবসে আনন্দ র‌্যালি করে রেকর্ড করলেন শিকারমঙ্গল মানব কল্যান সংগঠন মাদারীপুর ৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করলেন যারা ৬ষ্ঠ বারের মত চ্যাম্পিয়ন হলেন অস্ট্রেলিয়া মাদারীপুর ২ আসনের মনোনয়ন ফরম ক্রয় করবেন গোলাম রাব্বানী

মাদারীপুর জেলার অন্যতম ঐতিহ্যবাহী বাজার মিয়ার হাট বাজার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৮৯৫ বার পঠিত

মিয়ার হাট বাজার, মাদারীপুর জেলার একটি ঐতিহ্যবাহী বাজার। এর অবস্থান মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ৭.৫ কিঃমিঃ পূর্বে আড়িয়াল খাঁ  নদীর কাছাকাছি। এই বাজারের নামকরণ করেছিলেন ফরায়েজি আন্দোলনের অন্যতম নেতা এবং ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনকারী  হাজী শরিয়তুল্লাহ এর চতুর্থতম বংশধর  আবা খালেদ রশীদ উদ্দিন আহমদ, পীর বাদশা মিয়া । ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক,  আধ্যাতিক সাধকও বটে। তিনি পীর বাদশা মিয়া নামে অধিক পরিচিত।

মিয়ার হাট  বাজারে প্রায় ৩ শতাধিক দোকান রয়েছে। বিভিন্ন পণ্যদ্রব্যের  সহজলভ্যতা, ন্যায্য বাজার মূল্য, সুগঠিত বাজার পরিচালনা কমিটি এসব কিছুর সমন্বয় যেনো এ বাজারের সুনাম দিনে দিনে আরো বৃদ্ধি করেই চলছে। এ বাজারে বিভিন্ন মৌসুমী ফসল যেমনঃ পেয়াজ, মরিচ, রসুন, সরিষা, আলু এসবের পাইকারী ও খুচরা ক্রয়-বিক্রয় আশেপাশের এলাকা সহ দেশের বিভিন্ন  প্রান্তে  আলোচিত। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন এখানে তাদের নিত্য প্রয়োজনীয়  পন্যদ্রব্য কিনতে আসেন।

মিয়ার হাট বাজার পাট বিক্রয়ের জন্যও আলোচিত, প্রতিবছর পাটের মৌসুমে লক্ষ-লক্ষ টাকার পাট ক্রয়-বিক্রয় হয়ে থাকে এ বাজারে। এছাড়া ঈদ কোরবানীতে বিশাল গরুর হাট বসে । এই বাজারের মাছ বাজারও আশেপাশের বিভিন্ন এলাকার মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। কেননা এখানে আড়িয়াল খাঁ নদী সহ, আশপাশের নদীর মিঠা পানির সুস্বাদু বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। তন্মধ্যে আড়িয়াল খাঁ নদীর ইলিশ মাছ খুবই বিখ্যাত।

এছাড়াও এ বাজারে বিভিন্ন নির্মাণ  ( যেমনঃ ইট, বালু, রড, সিমেন্ট ) সামগ্রী সহজেই ক্রয় করা যায় পরিবহণ সুযোগ সহ। বিভিন্ন ধরণের রাসায়নিক সার, কৃষিদ্রব্য, উপকরণও কম মূল্যে সহজেই ক্রয় করা যায়।

আপনি যদি এখনো মিয়ার হাট বাজারে না এসে থাকেন তবে চলে আসতে পারেন, কিছু সুন্দর অভিজ্ঞতার জন্য।

মোঃ টিপু সুলতান, মিয়ারহাট, কালকিনি, মাদারীপুর।

এ জাতীয় আরও খবর

© All rights reserved © 2022 Miarhat.com

Theme Customized By Miarhat