মোঃকাঞ্চন হোসেন, কালকিনি,মাদারীপুর।
আজ সকালে নিয়ামতপুর উপজেলা থেকে সিএনজি যোগে নওগাঁ টিচার্স ট্রেনিং সেন্টারে শিক্ষকরা -প্রশ্নপত্র প্রণয়ন,পরিশোধণ ও উত্তরপত্র মূল্যায়ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহনের উদ্দেশ্যে যাবার পথে নওগাঁর নিকটবর্তী এলাকার বাবলাতলা নামক স্থানে ট্রাকচাপায় পৃথীবি থেকে চির বিদায় নিলেন নওগার পাচ শিক্ষক।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
নওগায় একসাথে পাচ শিক্ষকের মৃত্যুতে কালকিনি উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির শোক প্রকাশ।
সৃজনশীল CQ প্রশিক্ষণে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ শিক্ষক নিহতের ঘটনায় কালকিনি উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারি কল্যান সমিতি গভীরভাবে শোকাহত।
কালকিনি উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারি কল্যান সমিতির সাধারন সম্পাদক জনাব ফরিদ সরদার বলেন নওগায় পাচ শিক্ষকের মুত্যুতে আমরা কালকিনি মাদ্রাসা শিক্ষক সমিতি গভীরভাবে শোকাহত ও গভীরভাবে শোক প্রকাশ করছি।আমরা পাচজন দেশগড়ার কারিগর হারালাম।আল্লাহ তাদের জান্নাতবাসী করুন এবং তাদের পরিবারকে ধৈয্য ধরার তৌফিক দান করুক।
যারা আজ ঘাতক ট্রাকের আঘাতে জীবন হারালেন—-
১) মোঃ মকবুল হোসেন,সহঃ শিক্ষক,বেলগাপুর হাইস্কুল,নিয়ামতপুর,
২) মোঃ দেলোয়ার হোসেন,সহঃশিক্ষক, পানিহারা উচ্চ বিদ্যালয়,নিয়ামতপুর।
৩)মোছাঃ জান্নাতুন খাতুন,সহঃশিক্ষক, গুজিশহর উচ্চ বিদ্যালয়, নিয়ামতপুর,
৪)মোছাঃ নুরজাহান বেগম,কড়িদহ হাইস্কুল,পোরশা।
৫) মোঃ লেলিন সরকার, সহঃশিক্ষক, রামকুড়া দাখিল মাদ্রাসা,নিয়ামতপুর।
৬) মোঃ সেলিম রেজা, সিএনজি চালক,নিয়ামতপুর।