1. admin@miarhat.com : admin :
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১০:২০ পূর্বাহ্ন
সর্বশেষ হেডলাইন
ডাসার উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি সৈয়দ লাহিদ সাধারন সম্পাদক আতিকুর রহমান আজাদ কালকিনি ও ডাসারে নতুন ঠিকানা পেলো ভূমিহীনরা কালকিনিতে বঙ্গবন্ধু সিক্স সেট টুর্নামেন্টে ফাইনালে উঠেছে কালকিনি পূর্বাঞ্চলের একমাত্র দল -ইস্টার্ন কালকিনি কালকিনিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা ডাসার উপজেলায় ২০ দিন ব্যাপি কুটির শিল্প মেলা ও দি লক্ষন দাস সার্কাস এর উদ্ভোধন কালকিনিতে সাবেক ক্রিকেট খেলোয়ারদের নিয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ডাসারে ভিডব্লিউবি‘র কার্ড ও খাদ্য বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা লৌহজং বেজগাঁওর মৃধাবাড়িতে বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হস্তমৈথুন ছাড়ার ১০ টি কার্যকরী টিপস

কালকিনির বাশগাড়িতে উদ্বোধন হলো আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২

  • আপডেট সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৪২৫ বার পঠিত

মোঃকাঞ্চন হোসেন, কালকিনি, মাদারীপুর।

“খেলাধুলাই পারে যুবসমাজকে সকল অন্যায় কাজ থেকে বিরত রাখতে।”

কালকিনি উপজেলায় একটি সামাজিক ও অরাজনৈতিক মূলক সংগঠন আলোকিত স্নানঘাটার উদ্যােগে আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো।
আজ সকাল ৮ টায় স্নানঘাটা উচ্চ বিদ্যালয়ের মাঠে কাচিকাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসা বনাম স্নানঘাটা ফাযিল মাদ্রাসার খেলার মধ্যে দিয়ে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

খেলায় অংশগ্রহন কারী প্রতিষ্ঠানের তালিকাঃ
১.স্নানঘাটা উচ্চ বিদ্যালয়

২.স্নানঘাটা ফাজিল মাদ্রাসা

৩.ভাটবালি আব্দুর রহমান মোল্লা বিদ্যাপিঠ

৪.কাঁচিকাটা দাখিল মাদ্রাসা

৫.লক্ষীপুর ইউনাইটেড উচ্চ বিদ্যালয়

৬.সুবচনী উচ্চ বিদ্যালয়

৭,তুলাতালা উচ্চ বিদ্যালয়

৮.খাসের হাট সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজ

স্নানঘাটায় ফুটবল টুনামেন্ট

খেলার নিয়মঃ

১.উক্ত টুর্নামেট “আলোকিত স্নানঘাটা ” আয়োজন করবে, টুর্নামেন্ট এ অংশগ্রহণ করতে কোন প্রকার ফী প্রদান করার প্রয়োজন নেই।

২.প্রতিটি ম্যাচ নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

৩.প্রতিটি ম্যাচ নির্ধারিত ৬০ মিনিট করে হবে।

৪.প্রত্যেক প্লেয়ারকে অবশ্যই বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী হতে হবে(বয়সসীমা সর্বোচ্চ ১৫ বছর)

৫.প্রত্যেক প্লেয়ারকে তাদের জন্মনিবন্ধন এর অনলাইন কপির ফটোকপি জমা দিতে হবে(ম্যাচের দিন)

৬.প্রতিটি টিমের নির্ধারিত পোশাক থাকতে হবে।
৭.প্রতিটি টিম ১২ জনের স্কোয়াড জমা দিবে(খেলায় অংশগ্রহণ করবে ৯জন)।

*টুর্নামেন্ট এর প্রাইজমানি “আলোকিত স্নানঘাটা” বহন করবে।

আলোকিত স্নানঘাটা সংগঠনের সম্মানিত সভাপতি জনাব আহাদুজ্জামান নাহিদ (কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক বুয়েট) বলেন ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল। সুন্দর সবল জীবন গড়তে ‘খেলাধুলার’ বিকল্প নেই।‘খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ সকল অন্যায় থেকে বিরত রাখতে। তাই সকলকে খেলাধুলার প্রতি বেশী মনোযোগ দিতে হবে এবং খেলাধুলার আয়োজন বাড়াতে হবে।
আলোকিত স্নানঘাটা
স্নানঘাটা উচ্চ বিদ্যালয় শাখা কমিটির সভাপতি ও স্নানঘাটা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক জনাব চিত্তরঞ্জন সূত্র ধর বলেন, শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোন বিকল্প নেই। তাই সমাজের প্রতিটি শিশু-কিশোরের জন্যই খেলাধুলার ব্যবস্থা রাখা প্রয়োজন। মন ও দেহ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
আলোকিত স্নানঘাটা
কাচিকাট ইসলামিয়া দাখিল মাদ্রাসা শাখার সভাপতি ও কাচিকাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষক জনাব মোঃকাঞ্চন হোসেন বলেন, স্কুল, কলেজ, পাড়া মহল্লায় টুর্নামেন্টের আয়োজন করলে দক্ষ্য খেলোয়ার গড়ে তোলা সম্ভব, এর মাধ্যমে একজন মানুষ নিজেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে পারে।
পরে তিনি আয়োজন কারীদের ধন্যবাদ জানান।

খেলায় সার্বিক সহযোগিতা করবেনঃ

১.মোঃ জহিরুল ইসলাম (তরি কাজি) ফ্রান্স প্রবাসী।
২.আশার আলো ক্রীড়া ও সামাজিক সংগঠন।
৩.কাতার প্লাজা(ফ্রীজ শোরুম) সূর্যমনি বাজার।
৪.মোঃ আহসান হাবীব(হাসান মুন্সি)।

এ জাতীয় আরও খবর

© All rights reserved © 2022 Miarhat.com

Theme Customized By Miarhat