কালকিনি প্রতিনিধি, মিয়ারহাট ডট কমঃ
আজ রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলার কালকিনির উপজেলার পূর্ব আলিপুর এলাকায় হাউজহোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভের কার্যক্রম পরিদর্শন করতে আসেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
হাউজহোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের দেশে কোন আয়ের কতো লোক আছে এবং সকলের শারীরিক মানসিক অবস্থা কেমন এর মাত্রা নির্ধারণ করে এর মাধ্যমে একটি জাতীয় চিত্র আগামী বছরের শুরুতে তুলে ধরবো। দারিদ্র্য দূরীকরণ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এ ছাড়াও টেকসই উন্নয়নের লক্ষ্যে আমাদের পরিকল্পনা তৈরিতে এটি বিশেষ ভূমিকা রাখবে।
এ সময় তিনি আরো বলেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় এবং আপনারা যদি মনে করেন শেখ হাসিনা ভালো কাজ করেছে, তাকে দরকার, তার গায়ে শক্তি আছে, বুদ্ধি আছে তাহলে তাকে আরেকবার বিবেচনা করবেন এটা আমার অনুরোধ। ‘
কালকিনিতে হাউজহোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভের কার্যক্রম পরিদর্শন
করেন পরিকল্পনা মন্ত্রী
এ সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এম.পি, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন,কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, পৌর মেয়র এস.এম হানিফ, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা, জেলা পুলিশ সুপার ( ভারপ্রাপ্ত) চাইলাউ মারমা,কালকিনি থানার ওসি মো: শামীম হোসেন, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেয়ামুল আকন সহ বীর মুক্তিযোদ্ধা, সুধীজন ও স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা ।