ব মিয়ারহাট ডট কমঃ
সারা দেশেই আলোচনার শীর্ষে ছিলেন ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ। সকল সমালোচনার ঊর্ধ্বে গিয়ে সেই বেলায়েত এখন রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে ভর্তি পরীক্ষায় পাশ করেছেন। বেলায়েত শেখ এর আগে ঢাবি, জাবি, রাবি, চবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তবে তিনি কোথাও ভর্তির সুযোগ পায়নি। সাংবাদিকদের বেলায়েত বলেন, ‘সাংবাদিকতা বিভাগ আছে কেবল এমন বিশ্ববিদ্যালয়গুলোতেই ভর্তি পরীক্ষা দিয়েছিলাম।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে ভর্তি পরীক্ষায় পাশ করেছেন সেই বেলায়েত শেখ
চান্স না পেয়ে খুব হতাশ হয়ে পড়েছিলাম। এ অবস্থায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আমাকে তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পরামর্শ দেয়। সে অনুসারে আমি এখানে পরীক্ষায় অংশ নেই।’ শ্রীপুর থেকে রাজশাহী গিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়টি কতটা সম্ভব হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমারে এখন আটকায় রাখার মতো কিছু নাই। দৈনিক করতোয়া কর্তৃপক্ষ যদি রাজশাহীতে আমাকে একটা কাজের সুযোগ করে দেয় তাহলে খুব ভালো হয়। না হলে মায়ের অনুমতি নিয়ে যেভাবে হোক আমি পড়াশোনা চালিয়ে যাব।’ মিয়ারহাট ডট কম এর পক্ষ থেকে বেলায়েত শেখকে অভিনন্দন।