মিয়ারহাট ডট কমঃ
সরকারি বিধিমোতাবেক কালাই সরদারের চর শরিয়াতীয়া দাখিল মাদ্রাসা, পোঃএনায়েতনগর,উপজেলা কালকিনি,জেলা মাদারীপুর।শূন্য পদে সুপার,অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (আরবি কম্পিউটার অপারেটিং এ আবশ্যিকভাবে নির্ধারিত দক্ষতা থাকতে হবে।)সৃষ্ট পদে
পরিচ্ছন্নতা কর্মী ও আয়া ১ জন করে আবশ্যক।
আগামী ১০-১০-২০২২ তারিখের মধ্যে ভারপ্রাপ্ত সুপার বরাবর ৫০০ টাকার পোষ্টাল অর্ডার/জমা রশিদ(অফেরতযোগ্য) ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে।
সূত্রঃ ২৫-০৯-২০২২ তারিখের দৈনিক যুগান্তর পত্রিকা।
কালাই সরদারের চর শরিয়াতীয়া দাখিল মাদ্রাসার নিয়োগ বিজ্ঞপ্তি