মিয়ারহাট ডট কমঃ
আজ ১৪ অক্টোবর বিকেল চার ঘটিকায় ২৫০ শয্যা বিশিষ্ট মাদারীপুরের সদর হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে সকল স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে গণ-অনশন কর্মসূচি মাদারীপুর শকুনি লেকের উত্তরপাড় শহীদ কারণ চত্বরে অনুষ্ঠিত হয়।
গণ অনশনে বক্তাগণ অবিলম্বে ২৫০ শয্যা বিশিষ্ট মাদারীপুরের সদর হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর দাবী জানান এ ব্যপারে মাননীয় প্রধান মন্ত্রী, মাননীয় স্বাস্থ্য মন্ত্রী, স্থানীয় মাননীয় এম পি মহোদয়সহ জেলাপ্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কার্যকরী হস্থক্ষেপ কামনা করেন। যদি ২৫০ শয্যা হাসপাতালটি দ্রুত চালু না হয় তা হলে আরো কঠোর কর্মসূচী দেয়ার ঘোষনা দেয়া হয়।
গণ-অনশনে মাদারীপুরের বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও সামাজিক সংগঠন সমূহ নাগরিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
উক্ত গনঅনশন অনুষ্ঠানে কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি(KBDS) এর সম্মানিত উপদেষ্টা জনাব, মীর সরোয়ার আলম ফেরদৌস বলেন- একজন অসহায় মানুষের চিকিৎসার একমাত্র যায়গা হলো সরকারি হাসপাতাল , আমাদের হাসপাতালের ভবন নির্মাণ করা হয়েছে , চিকিৎসা সরঞ্জাম রয়েছে তাহলে কেনো হাসপাতাল পূর্নাঙ্গভাবে চালু হচ্ছে না?? মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানাচ্ছি অতি দ্রুত হাসপাতালটি চালু করার জন্য।
মাদারীপুর এর যে সকল সেচ্ছাসেবি ও সামাজিক সংগঠন অংশগ্রহন করে আজকের অনুষ্ঠান সফল করেন তারা হলো
১. কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি(KBDS)
২. আইন সহায়তা ফাউন্ডেশন
৩. মাদারীপুর ক্রিকেট ক্লিনিক
৪. মাদারীপুর সরকারী কলেজ এর ছাত্রবৃন্দ।
৫. দুরন্ত মাদারীপুর
৬. পাশে আছি মাদারীপুর
৭. ধ্রুবতারা পরিবার
৮. অদম্য মাদারীপুর
৯. বিডি ক্লিন মাদারীপুর
১০. স্বপ্নের সবুজ বাংলাদেশ
১১. মানবিক রক্ত ব্যাংক
১২. সবুজ বাংলাদেশ
১৩. চিড়াইপাড়া যুব সংঘ
১৪. পাগদী নবীন যুব সংঘ
১৫. প্রবাসী কল্যাণ সোসাইটি
১৬. তারুণ্যের প্রভাত
১৭. কালের কণ্ঠ শুভ সংঘ,
১৮. তারুণ্যেই শক্তি ফাউন্ডেশন
১৯. সচেতন নাগরিক কমিটি
২০. আদর্শ কল্যান সংস্থা
২১. মাদারীপুর প্রেস ক্লাব
২২. বাংলাদেশ স্কাউট, মাদারীপুর জেলা
২৩. টি আই বি,
২৪. নান্দনিক মাদারীপুর
২৫. ইসলামি যুব সমাজ
২৫০ শয্যা বিশিষ্ট মাদারীপুরের সদর হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে গণ অনশন
সহ মাদারীপুরের উল্লেখযোগ্য সামাজিক সংগঠন ও বিশিষ্ট নাগরিক গণঅংশগ্রহন করেন প্রতীকী গণ অনশন কর্মসূচীতে কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
গণঅনশন কর্মসূচি সঞ্চালনা করেন নিরাপদ চিকিৎসা চাই মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মুরাদ ভূঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি এডভোকেট মশিউর রহমান পারভেজ