1. admin@miarhat.com : admin :
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৫ অপরাহ্ন

আমাকে বিএনপির লোক বলে অপ-প্রচারে, সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২১৩ বার পঠিত

রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার উপজেলা প্রেসক্লাবের কার্যলয়ে আমাকে ও আমার পরিবারকে বিএনপির লোক বলে অপপ্রচারে সংবাদ সম্মেলনের করেন মোঃহাবিব তলুকদার।
গত রবিবার (১৬.০৪.২৩) তারিখ রাতে এই সংবাদ সম্মেলন করেন।
এসময় হাবিব তালুকদার বলেন আমি এবং আমার পরিবারের কোনো সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এবং এর কোনো অঙ্গ সংগঠনের সাথে কোন রুপ সংশ্লিষ্টতা ইতি পূর্বে ছিলো না এবং বর্তমানেও নাই।কিন্তু কিছু দিন যাবত আমার ও আমার পরিবারকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করিবার উদ্দেশ্যে ও রাজনৈতিক সুবিধা হাসিলের উদ্দেশ্যে কতিপয় লোক আমাকে ও আমার পরিবারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাথে সম্পৃক্ত আছে বলিয়া অপ প্রচার চালাইয়া আসিতেছে। যদি কেহ আমার ও আমার পরিবারের কাহারও নাম বিএনপি ও তাহার অঙ্গ সংগঠনের সাথে সম্পৃক্ত করে থাকে তাহা আমি ও আমার পরিবারের কেহ অবগত নাই এবং অবগত ছিলাম না।

যদি কোন সংগঠনে আমার ও আমার পরিবারের কাহারও নাম থেকে থাকে তাহা বিএনপি উদ্দেশ্য প্রনোদিত হইয়া করিয়া থাকিবে এবং এব্যপারে আমার ও আমার পরিবারের কাহারও মতামত নিয়া করে নাই।
অদ্য হইতে আমাদের পরিবার ১০০% বিএনপি ও তাহার অঙ্গ সংগঠেনের সংশ্লিষ্টতা মুক্ত বলিয়া আমি আমার পরিবারে পক্ষ হইতে ঘোষনা করিলাম।

এ জাতীয় আরও খবর

© All rights reserved © 2022 Miarhat.com

Theme Customized By Miarhat