1. admin@miarhat.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ হেডলাইন
কালকিনিতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে গৃহবধূর মাদ্রাসায় অবস্থান আওয়ামী লীগের খাটি সৈনিক আ ফ ম বাহাউদ্দিন নাছিম মুকসুদপুরে প্রকল্প অবহিতকরণ ও সমিতি গঠন সভা অনুষ্ঠিত মাদারীপুর নাগরিক আন্দোলন পরিষদ সংগঠনের আত্মপ্রকাশ সবাইর ভালোবাসায় এগিয়ে যেতে চায় মিয়ারহাট ফুটবল ফেডারেশন মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন ইশরাত জাহান রিক্তা কালকিনিতে ডেঙ্গু প্রতিরোধে মাঠে শিকারমঙ্গল মানব কল্যান সংগঠন কালকিনিতে বিক্রি করা শিশুকে মায়ের কোলে ফিরেয়ে দিলেন পুলিশ। কালকিনিতে জাপানে উচ্চশিক্ষা মিরাই বিদেশী ভাষা শিক্ষা সেন্টার এর শুভ উদ্ধোধন। শিকারমঙ্গল মিনি বার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান রংধনু ক্লাব।

মাদারীপুরে কুম্ভ মেলা থেকে জুয়ার সরঞ্জামসহ আটক-৭

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৮৮ বার পঠিত

মিয়ারহাট ডট কমঃ

মাদারীপুরে জুয়ার সরঞ্জামসহ ৭জনকে আটক করেছে মাদারীপুর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সরঞ্জামসহ ১২’হাজার ৬’শত ২০টাকা উদ্ধার করা হয়। তাদের নামে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদারীপুর গোয়েন্দা পুলিশ জানায়, মাদারীপুরের রাজৈর উপজেলার কদম বাড়ী গনেশ পাগলার মেলায়(কুম্ভ মেলা) অসাধু কিছু লোক জুয়া পরিচালনা করছে। এতে অতি লোভের আসায় সরল সোজা অনেক মানুষ প্রতারিত হচ্ছেন, এমন সংবাদে সোমবার গভির রাতে অভিযান পরিচালনা করে ১টি চড়কি,৬টি ছক্কা,বৌরানী ৪টি,ব্যানার কোর্ট ১টি ও নগদ ১২’হাজার ৬’শত ২০টাকা সহ ৭জনকে আটক করা হয়। আটক কৃতরা হল,উত্তম কুমার(২৭) পিতা মৃত সত্য রঞ্জন সরকার, সাং কালিয়া, নড়াগাতি, জেলা-নড়াইল। মোঃ বেল্লাল হোসেন (৫৫)পিতা- মৃত- মনতাজ আলী খোকশাবাড়ী, থানা ও জেলা- সিরাজগঞ্জ। মোঃ মোসলেম মন্ডল (৪৫)পিতা- মৃত- মহর মন্ডল কান্দাপাড়া, থানা ও জেলা- সিরাজগঞ্জ। মো: হাফিজুল ইসলাম (৪০) পিতা-মৃত- মজিবুর রহমান কালিয়া কান্দাপাড়া, থানা ও জেলা- সিরাজগঞ্জ। মো: নওশাদ আলী (৪২) পিতা-মৃত ওসিম উদ্দিন পাচুড়িয়া থানা- বাগ হাতিপাড়া, জেলা- নাটোর। মাহাম মন্ডল(৪৫) পিতা- মৃত কিসমত মন্ডল কালিয়া কান্দাপাড়া, থানা ও জেলা- সিরাজগঞ্জ। মোঃ শরীফ (৫২)পিতা- মো: আফসার উদ্দিন পাচুরিয়া, বাগ হাতিপাড়া, জেলা- নাটোর।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, মেলার মধ্যে বিভিন্ন প্রকার মাদক সেবন ও মাদক ব্যাবসা চলছে।

মাদারীপুর জেলা গোয়েন্দা ওসি (ডিবি) এ ইচ এম সালাউদ্দিন জানান, আটক কৃতরা পেশাদার জুয়ারী তারা দেশের বিভিন্ন মেলায় জুয়ার আসর বসায় এবং নিজেরা প্রলোভন দেখিয়ে অন্যদের জুয়ায় টাকা লাগাতে লোভ তৈরী করে। তাদের নামে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

© All rights reserved © 2022 Miarhat.com

Theme Customized By Miarhat