মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রতিনিধি,মাদারীপুর:
চরমুগরিয়া পুলিশ ফাড়িতে কর্মরত এসআই (নিঃ)মোঃ রবিউল ইসলাম, সংগীয় ফোর্সসহ চরমুগরিয়া পুলিশ ফাড়ির আশপাশ এলাকায় রাত্রী কালিন ডিউটি করাকালে ইং-১৮/০৭/২০২৩ তারিখ সকাল অনুমান ০৪.৪৫ ঘটিকার সময় চরমুগরিয়া বাজারের দক্ষিণ পাশে সেলফি ব্রিজের সামনে পুলিশ চেকপোস্ট করা কালে চরমুগরিয়া বাজার হইতে মাদারীপুর গামী একটি মিনি পিক-আপ গাড়ীতে ০৩ টি অস্ট্রেলিয়ান গাভী দেখিতে পাইয়া মিনি পিক-আপ গাড়ীর চালককে থামানোর জন্য সিগনাল দেয়।মিনি পিক-আপ গাড়ীর চালক পিক-আপ গাড়ীটি না থামাইয়া দ্রুত গতিতে চালাইয়া মাদারীপুরের দিকে যাইতে থাকিলে এসআই (নিঃ)মোঃ রবিউল ইসলাম,তাৎক্ষণিক ভাবে বিষয়টি খাগদী বাসস্ট্যান্ডস্থ জনৈক ফিরোজ ফকিরকে মোবাইল ফোনের মাধ্যমে ঘটনার বিষয়টি অবগত করে মিনি পিক-আপ গাড়ীতে থামানোর চেষ্টা করিতে বলিয়া সে নিজে উক্ত মিনি পিক-আপ গাড়ীর পিছনে ধাওয়া করে।ইং-১৮/০৭/২০২৩ তারিখ ভোর অনুমান ০৫.০০ ঘটিকার সময় খাগদী বাসস্ট্যান্ডের লোকজনের সহায়তায় মিনি পিক-আপ গাড়ীটি আটক করে। গাড়ীতে থাকা চালক ১। রেজাউল শেখ (২৬)পিতা- রজ্জব শেখ, ২। লিসান (১৯)পিতা-আনোয়ার খান, উভয় সাং-কুনতি পাড়া, মাদারীপুর সদর মডেল থানা, মাদারীপুরদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করিলে তাহার উল্লেখিত ০৩ টি গাভী গরু শিবচর থানা এলাকা হতে চুরি করিয়া নিয়ে আসিয়াছে মর্মে স্বীকার করেন। এসআই (নিঃ)মোঃ রবিউল ইসলাম জব্দ তালিকা মূলে ০৩ টি অস্ট্রেলিয়ান গাভী ও চোরাই কাজে ব্যবহৃত মিনি পিক-আপ গাড়ীটি জব্দ করেন।পরবর্তীতে গরুর মালিক শিবচর থানায় মামলা নং-৩৭ তারিখ-১৮/০৭/২৩ ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড মামলা দায়ের করিলে মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ)রবিউল ইসলাম শিবচর থানা এর নিকট গ্রেফতারকৃত আসামী, চোরাই উদ্ধার ০৩ টি অস্ট্রেলিয়ান গাভী মূল্য ৬,০০,০০০/- টাকা ও চোরাই কাজে ব্যবহৃত মিনি পিক-আপ গাড়ী মূল্য অনুমান ৩,৫০,০০০/- টাকা হস্তান্তর করেন।
উদ্ধারঃ ১। চোরই উদ্ধার ০৩ টি অস্ট্রেলিয়ার গাভী মূল্য ৬০০,০০০/- টাকা
২। চোরাই কাজে ব্যবহিত মিনি পিক-আপ গাড়ী মূল্য অনুমান ৩৫০,০০০/- টাকা
গ্রেফতারঃ ১। রেজাউল শেখ (২৬)পিতা- রজ্জব শেখ, ২। লিসান (১৯)পিতা-আনোয়ার খান, উভয় সাং-কুনতি পাড়া, মাদারীপুর সদর মডেল থানা, মাদারীপুর