কালকিনি থানার ঐতিহ্যবাহী মিয়ারহাটে শুরু হয়েছে বাৎসরিক ফুটবলের আসর মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৩। মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৩" এর টাইটেল স্পন্সর হিসেবে "সিকদার বিল্ডার্স" যার মালিক প্রবাসী ইমাম সিকদার । এবারের টুর্নামেন্টে চারটি ইউনিয়নের মোট ২০টি দল অংশ নিচ্ছে।
টুর্নামেন্ট উপলক্ষে পাড়া মহল্লায় গ্রামে বাজারে আনন্দের আমেজ আবহাওয়া বিস্তার করছে । টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মনোমুগ্ধতার সাথে উপভোগ করেন মিয়ারহাটবাসী । ১সেপ্টম্বর টুর্নামেন্টের উদ্বোধনী শুরু হয়েছে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মামুন প্রভাষক কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ব বিদ্যালয় এবং কলেজ,আরো ছিলেন শিকার মঙ্গল ইউনিয়ন যুবলীগ সভাপতি আক্তার হোসেন মল্লিক, মিয়ারহাটের ব্যবসায়ি রাজ্জাক খানসহ আরো গন্যমান্য ব্যক্তিগন ।
এই মিনি ফুটবল টুর্নামেন্টের সাথে কালকিনির ফুটবল সম্প্রদায়ের আরও উন্নতি এবং একত্রিত সৃজন হয়েছে। এই ধরনের সার্বিক খেলাধুলা ও আগামীতে কালকিনির ফুটবল সম্প্রদায়ের উন্নতি এবং সাফল্যের আরও দিকে সাহায্য করবে।