1. admin@miarhat.com : admin :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ হেডলাইন
ঢাকায় জমকালো আয়োজনে ইয়েল ব্যান্ডের ৩৪ বছর পূর্তি উদযাপন মিলন আব্দুল্লাহ ৩য় বই স্মৃতির কয়েদির মোড়ক উন্মোচিত অসহায় রোগীদদের সেবা করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন শেবাচিমের কর্মচারী সুমন আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন স্মরণে বিনামূল্যে চক্ষু সেবা মাননীয় কৃষি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ডিকেআইবি মাদারীপুর ৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা হামলা কালকিনিতে বিজয় দিবসে আনন্দ র‌্যালি করে রেকর্ড করলেন শিকারমঙ্গল মানব কল্যান সংগঠন মাদারীপুর ৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করলেন যারা ৬ষ্ঠ বারের মত চ্যাম্পিয়ন হলেন অস্ট্রেলিয়া মাদারীপুর ২ আসনের মনোনয়ন ফরম ক্রয় করবেন গোলাম রাব্বানী

মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে ২৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮১ বার পঠিত

সাইফুল ইসলাম রুবেলঃ জেলা প্রতিনিধিঃ

মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মোট ২৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মুনির চৌধুরী। বৃহস্পতিবার বেলা ১২টায় নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. রহিম খাতুনের কাছে মনোনয়ন ফরম জমা দেন। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ১৬ জন প্রার্থী তাদের মনোয়ন ফরম জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক প্রশাসক মুনির চৌধুরী একা মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো: আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ বিপুল নেতাকর্মীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী ১৭ অক্টোবর কেবল ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য জেলা পরিষদ প্রতিষ্ঠার ১৬ বছর পর ২০১৬ সালে প্রথম নির্বাচন হয় স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে। গত বছর মেয়াদ শেষ হলেও আইন সংশোধনের প্রক্রিয়ার কারণে দ্বিতীয় নির্বাচনও দেরিতে হচ্ছে। আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ২৫ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহার। এতে চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সদস্য পদে মোট ৮ জন নির্বাচিত হবেন।

এ জাতীয় আরও খবর

© All rights reserved © 2022 Miarhat.com

Theme Customized By Miarhat