1. admin@miarhat.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ হেডলাইন
কালকিনিতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে গৃহবধূর মাদ্রাসায় অবস্থান আওয়ামী লীগের খাটি সৈনিক আ ফ ম বাহাউদ্দিন নাছিম মুকসুদপুরে প্রকল্প অবহিতকরণ ও সমিতি গঠন সভা অনুষ্ঠিত মাদারীপুর নাগরিক আন্দোলন পরিষদ সংগঠনের আত্মপ্রকাশ সবাইর ভালোবাসায় এগিয়ে যেতে চায় মিয়ারহাট ফুটবল ফেডারেশন মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন ইশরাত জাহান রিক্তা কালকিনিতে ডেঙ্গু প্রতিরোধে মাঠে শিকারমঙ্গল মানব কল্যান সংগঠন কালকিনিতে বিক্রি করা শিশুকে মায়ের কোলে ফিরেয়ে দিলেন পুলিশ। কালকিনিতে জাপানে উচ্চশিক্ষা মিরাই বিদেশী ভাষা শিক্ষা সেন্টার এর শুভ উদ্ধোধন। শিকারমঙ্গল মিনি বার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান রংধনু ক্লাব।

সবাইর ভালোবাসায় এগিয়ে যেতে চায় মিয়ারহাট ফুটবল ফেডারেশন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৪ বার পঠিত
Sikdar Builders Mini Football Tournament 2023
Sikdar Builders Mini Football Tournament 2023

আল মারুফ,মিয়ারহাট ডট কমঃ

খেলাধূলা মূলত এমন একটি কাজ যার দ্বারা বিনোদন ও জ্ঞানার্জন দুটোই সম্ভব। খেলাধূলার মাধ্যমে সৌহার্দ্য, ঐতিহ্য, সৌন্দর্য্যবোধ, একতা এসব অক্ষুন্ন রাখা যায় । বর্তমান প্রজন্ম যেখানে প্রযুক্তির বিষাক্ত ছোবলে খেলাধূলা প্রায় ভুলতে বসেছে, সেখানে মিয়ারহাটের সচেতন সমাজ   বর্তমান প্রজন্মকে খেলার চর্চায় রেখে যাচ্ছেন।

এটা কোন ইন্টারন্যাশনাল টুনামেন্ট নয় কিন্তু যার পুরো আমেজ ইন্টারন্যাশনাল স্টান্ডাড।  কালকিনি থানার ঐতিহ্যবাহী মিয়ারহাটে শুরু হয়েছে বাৎসরিক ফুটবলের আসর মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৩। মিয়ারহাটের কেন্দ্রিয় ফুটবল ফেডারেশন মিয়ারহাট ফুটবল ফেডারেশন এবার আয়োজক ।  মিয়ারহাট  মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৩” এর টাইটেল স্পন্সর হিসেবে এবার যোগ দিয়েছে “সিকদার বিল্ডার্স” যার মালিক প্রবাসী নব্য বিবাহিত ইমাম উদ্দিন  সিকদার । কালকিনির ২০ টি দল চারটি গ্রুপ । ৪০টি ম্যাচ ।  প্রত্যেক গ্রুপ থেকে ২টি দল যাবে নক আউট পর্বে  । ইতিপূবে নক আউট পর্বের কোয়াটার ফাইনালের  খেলা শেষ হয়ে গেছে। নিধারিত হয়ে গেছে কোন চারটি দল সেমিতে খেলবে । 

এবার দেখা যাক যে  ২০টি দল এবার অংশগ্রহন করেছেন 

Group A দলগুলো 

  1. STUDENTS SQUAD
  2. সরদার একাদশ
  3. C.D.K CITY CLUB
  4. বেঙ্গল টাইগার্স
  5. সিকদার একাদশ

 

বি দল গুলো 

  1. C.F.B 7 STAR
  2. BATCH 21. ALL STAR
  3. C.F.B SUPER GAINTS
  4. KING COBRA
  5. রংধনু ক্লাব

Group C দল গুলো

  1. সূর্য তরুণ ফুটবল একাদশ
  2. শিকারমঙ্গল জোন
  3. ভবানীপুর জুনিয়র একাদশ
  4. খান একাদশ
  5. মিয়ারহাট লিজেন্ডস্

Group D   দল গুলো

  1. WIN MACHINE
  2. C.D.K JUNIORX
  3. টিম তারুণ্য
  4. ভবানীপুর একাদশ
  5. আদর্শ ক্লাব

টুর্নামেন্ট উপলক্ষে পাড়া মহল্লায় গ্রামে বাজারে আনন্দের আমেজ আবহাওয়া বিস্তার করছে । টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান থেকে এই পর্যন্ত মনোমুগ্ধতার সাথে উপভোগ করেছেন  মিয়ারহাটবাসী ।

আয়োজন কমিটি জানিয়েছেন এভাবে  সবাইর ভালোবাসা পেলে আমরা এভাবেই প্রত্যেক বছর  টুর্নামেন্ট চালিয়ে যাবো । 

সর্বশেষ ২০২০ এর ডিসেম্বরে মিয়ারহাটে  টুর্নামেন্ট  আয়োজন করা হয়েছিল সেটিতে ২৮ টি দল অংশগ্রহণ করেছিল এবং অত্যন্ত নিপুণতার সাথে সিনিয়র-জুনিয়র সকলে মিলে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করেছিল।

এভাবে টুর্নামেন্ট চললে আমরা আশা করি মিয়ারহাট থেকে একদিন তৈরি হবে মোরসালিন মতন অনেক তারকা। সেই সপ্ন আমরা দেখতে পারি।

খেলাধূলা এমন একটি মাধ্যম যেটি একটি জাতি-গোষ্ঠী, দলের সাম্প্রদিয়তাবোধ, সৌহার্দ্যবোধ, একতা দৃশ্যমনা হয়। আর মিয়ারহাটের খেলাধূলার দিকে তাকালে এই বিষয়গুলো বেশ ভালোই লক্ষ করা যায়। এভাবেই খেলাধূলায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে বলে আমরা  আশা করি।   

এ জাতীয় আরও খবর

© All rights reserved © 2022 Miarhat.com

Theme Customized By Miarhat