মিয়ারহাট.কমঃ
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।”
মোঃ নুরুল আমিন রায়হান বয়স ১৪-১৫ বছর। পিতাঃ মোঃ সুলতান মোল্লা, পেশা দিনমজুর,গ্রামঃ স্নানঘাটা শশিরচর মোল্লা বাড়ি, বাঁশগাড়ি, কালকিনি। রায়হান জন্ম থেকে প্রতিবন্ধী। তার পরিবার অত্যন্ত অসহায় এবং সম্বলহীন। ছেলেটি কাজ করতে পারে না বিধায়, সংসার চালাতে ভিক্ষা করে কিছু টাকা রোজগার করতো।

পায়ের হাড্ডি ভেঙে ফুলে যায় ছবিঃ
তবে, গত প্রায় ২মাস হলো আছাড় খেয়ে পরে গিয়ে তার পঙ্গু পায়ের হাড্ডি ভেঙে ফুলে যায়। এতোদিন কোনো রকম ওষুধ খেয়ে গ্রাম্য চিকিৎসা নিয়েছিলো, তবে তার পা’টি দিনাদিন ফুলে যাচ্ছে। দুদিন আগে এই ছেলেটি কালকিনি এসেছিলো চিকিৎসা করাইতে। তবে, টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি।
এই খবরটি শিকারমঙ্গল মানবকল্যান সংগঠনের যুগ্ন-সাধারন সম্পাদক মনির সরদারের ফেইজবুক আইডিসহ কয়েকটি গ্রুপে ছড়িয়ে পড়ে।সংবাদটি কালকিনি উপজেলা চেয়ারম্যান জনাব মীর গোলাম ফারুক তার নজরে পড়লে তিনি ছেলেটির চিকিংসার দায়িত্ব গ্রহন করেন।বর্তমানে ছেলেটি ভুরঘাটা নুর ক্লিনিকে রয়েছে।