1. admin@miarhat.com : admin :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ হেডলাইন
আওয়ামী লীগের খাটি সৈনিক আ ফ ম বাহাউদ্দিন নাছিম মুকসুদপুরে প্রকল্প অবহিতকরণ ও সমিতি গঠন সভা অনুষ্ঠিত মাদারীপুর নাগরিক আন্দোলন পরিষদ সংগঠনের আত্মপ্রকাশ সবাইর ভালোবাসায় এগিয়ে যেতে চায় মিয়ারহাট ফুটবল ফেডারেশন মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন ইশরাত জাহান রিক্তা কালকিনিতে ডেঙ্গু প্রতিরোধে মাঠে শিকারমঙ্গল মানব কল্যান সংগঠন কালকিনিতে বিক্রি করা শিশুকে মায়ের কোলে ফিরেয়ে দিলেন পুলিশ। কালকিনিতে জাপানে উচ্চশিক্ষা মিরাই বিদেশী ভাষা শিক্ষা সেন্টার এর শুভ উদ্ধোধন। শিকারমঙ্গল মিনি বার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান রংধনু ক্লাব। মিয়ারহাটে জমে উঠেছে “সিকদার বিল্ডার্স মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৩”

ডাসারে বিয়ের বয়স হলেও বিয়ের বন্ধের নির্দেশ ইউএনও”র

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১৫৫ বার পঠিত
ডাসারে বিয়ের বয়স হলেও বিয়ের বন্ধের নির্দেশ ইউএনও”র
UNO's order to stop marriage even if it is the age of marriage on Dasher

রতন দে, স্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরের ডাসারে মেয়ের বিয়ের বয়স হলেও বিয়ে বন্ধও এক ঘন্টার মধ্যে গেট ভাঙ্গার নির্দেশ দিলেন ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন। মেয়ের পরিবারের লোকজন বলেন বিয়ের বয়স হয়েছে এবং জন্মনিবন্ধন মেয়ের কাছে,সে ঢাকা থেকে নিয়ে আসবে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। সরেজমিন ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়,ডাসার উপজেলার ডাসার গ্রামের মোঃ রুহুল আমিন মাতুব্বরের মেয়ের বিয়ের বয়স আঠারো হলে,তার পরিবারের লোকজন পারিবারিক ভাবে পাত্র পছন্দ করে আগামী কাল বুধবার বিয়ের দিন ধার্য করেন এবং সব আয়োজন প্রায় সম্পন্ন করেন।

অতপর গতকাল সোমবার সকালে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন তার প্রতিনিধি হিসেবে বিয়ে বাড়িতে ডাসার ইউপি সচিব সুশান্ত বৈদ্যকে বিয়ে বন্ধ করার জন্য পাঠান। ইউপি সচিব বিয়ে বন্ধ করার নির্দেশ দেন এবং তার মুঠোফোন দিয়ে ডাসার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সজিব মাতুব্বরকে ইউএনওর সাথে কথা বলিয়ে দেন। সে সময় ইউএনও মেম্বার সজিব মাতুব্বরকে এক ঘন্টার মধ্যে বিয়ের গেট ভাঙ্গার নির্দেশ প্রদান করেন। ভুক্তভোগী পরিবারের লোকজন বলেন, আমাদের বাড়িতে বিয়ে বন্ধ করার জন্য ইউএনওর লোক আসে এবং মেয়ের বয়সের কাগজ দেখতে চায়। আমরা তাদেরকে অনুরোধ করে বলি, আমার মেয়ে ঢাকা একটি কওমী মাদ্রাসায় পড়াশুনা করেন। তার জন্মনিবন্ধনে বয়স আঠারো হয়েছে। কিন্তুু জন্মনিবন্ধনের কাগজ মেয়ের কাছে আছে,সে ঢাকা থেকে নিয়ে আসতেছে।

কিন্তু তারা আমাদের কথা না শুনে বিয়ে বন্ধ এবং বিয়ের গেট ভাঙ্গার নির্দেশ দিয়ে যায়। পরে তাদের কথামত বিয়ের গেট ভেঙ্গে ফেলী। ইউপি সদস্য সজিব মাতুব্বর বলেন, ইউপি সচিবের মুঠোফোনে ইউএনও আমাকে একঘন্টার মধ্যে বিয়ের গেট ভাঙ্গার নির্দেশ দেন ও বিয়ে বন্ধ করতে বলেন। ডাসার ইউপি সচিব সুশান্ত বৈদ্য বলেন, ইউএনও স্যারের নির্দেশে আমি বিয়ে বাড়ি গিয়ে মেয়ের পরিবারের কাছে মেয়ের জন্মনিবন্ধনের কাগজ দেখাতে বলি,কিন্তু তারা জন্মনিবন্ধনের কাগজ দেখাতে পারে না বিদায়,বিয়ের গেট ভাঙ্গতে ও বিয়ে বন্ধ করতে বলে আসি। ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন বলেন, আমি বিয়ে বাড়িতে লোক পাঠিয়ে ছিলাম,তারা কাগজ দেখাতে পারেনি,বিদায় বিয়ে বন্ধ ও গেট ভাঙ্গার কথা বলা হয়েছে। কাগজ না দেখাতে পারলে, মুখের কথা কি বিশ্বাস করা যায়। কাগজে বয়স হলে সমস্যা নাই।

এ জাতীয় আরও খবর

© All rights reserved © 2022 Miarhat.com

Theme Customized By Miarhat